August 5, 2025, 2:42 pm
তৈয়ব আলী পর্বত।।
পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান, দান ও প্রার্থনা
নগরীর শীববাড়ী এলাকা কালী মন্দিরে আজ ২রা আগস্ট রোজ শনিবার খুলনার খবরের (অনলাইন নিউজ পোর্টাল) এর বিশেষ প্রতিনিধি অদিতি সাহার বাবা প্রয়াত (পল্লব কুমার সাহা) ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হিন্দু ধর্মীয় রীতি অনুসারে শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ইন্দ্রানী সাহা তাঁর বাবার স্মরণে এই আয়োজন করেন।
সকালে নিজ বাসভবনে পুরোহিতের মাধ্যমে পিণ্ডদান, গঙ্গাজল দান ও মন্ত্রপাঠের মাধ্যমে আচার শুরু হয়। রাত্র আটটায় শিববাড়ি মন্দিরে আচার-আচরণ ধর্মীয় রীতি অনুযায়ী মন্ত্র পাঠের মাধ্যমে শ্রদ্ধা অনুষ্ঠান শেষ হয়। পরবর্তীতে ব্রাহ্মণদের আহার করানো হয় এবং দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
“আমার বাবার স্মৃতি আজও আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। তার আত্মার শান্তির জন্য এই আচার,ধর্মীয় রীতিনীতি আমরা প্রতিবছরই পালন করব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্থানীয় ধর্মীয় ব্যক্তি,এবং খুলনার খবরের গণমাধ্যম কর্মীরা। পুরোহিত……. জানান,
“শ্রাদ্ধা, আত্মার মুক্তি এবং পরিবারে শান্তি ও কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হিন্দু ধর্মের একটি প্রাচীন আচার।”
হিন্দু ধর্মমতে, মৃত্যুর পর আত্মা পরবর্তী গন্তব্যে যাত্রা করে। সেই যাত্রাকে শান্তিময় করতে আত্মার আত্মীয়রা প্রতি বছর মৃত্যুদিনে এই পর্ব শ্রাদ্ধা পালন করে থাকেন।
ধর্মীয় গুরুত্ব, শাস্ত্র অনুসারে, মৃত্যু কোনো শেষ নয়, বরং আত্মার এক পর্যায় থেকে আরেক পর্যায়ে গমন। তাই আত্মার শান্তি কামনায় নির্দিষ্ট তিথিতে শ্রাদ্ধা পালন করা হয়ে থাকে। একে ‘পিতৃ ঋণ’ পরিশোধের মাধ্যম হিসেবেও দেখা হয়।