কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
কুমিলার বাজারে দেশীয় আমের সাথে রয়েছে বিভিন্ন রকমের বিদেশি ফল,তার মধ্যে রয়েছে আনার,আপেল,কমলা, কেনু,আঙ্গুর,নেশপাতি,মালটা,
কুমিল্লা অঞ্চলে আত্মীয় স্বজনরা তাদের আপন জন অসুস্থ হলেই রোগী দেখতে গেলে স্বজনরা রোগীর পথ্য হিসেবে প্রথম পছন্দ মালটা, আর এই মালটা ৫ ই অগাষ্টের পর বাজারে লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি পাচ্ছে দেখার যেন কেউ নেই। ৪ আগষ্ট কুমিল্লা বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ফলের বাজারে আগুন, কারন দেশীয় ফল যেমন আম, কাঠাল,পেপে,কলা, আনারস সিজনের শেষ পর্যায় তাই মূল্য কিছু বেশি। কিন্তু বিদেশী ফল আপেল, আনার,আঙ্গুর,কেনু,কমলা,নাশপাতি, মালটার মূল্য প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাইছে। তার মধ্যে মালটার চাহিদা কেতাদের মধ্যে বেশি থাকাতে তিন গুন বৃদ্ধি পাচ্ছে। এমনটাই চোখে পড়ে সাংবাদিকদের।এবিষয়ে কেতা ডাঃ আরাফাত নুর রাসেল জানান নতুন বাজেট এ বিদেশি ফলের উপর বারতি কর আরোপ করায় পূর্বের থেকে দ্বিগুণ বৃদ্ধি পাইছে। তারপরও প্রশাসনের উচিৎ ফলের বাজার নজরদারি করা। কারন ফল ব্যাবসাীরা অনেক সময় বেশি দামে বিক্রির আশায় কমে বিক্রি করে না বরং পচিয়ে ফেলে দিবে। ফল বিক্রতা জনি,অমিত হাসান জানান আমরা বেশি দামে ক্রয় করে আনি সেহেতু বেশি বিক্রি করতে হয়। এব্যাপারে ফকির বাজার ফল ব্যাবসায়ী মারুফ বলেন এখন তো ফলের সিজন শেষ তাই দ্বিগুণ বিক্রি হচ্ছে। উচ্চ মূল্যে মালটা বিক্রি হচ্ছে এমন অভিযোগের আলোকে বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন বলেন অভিযোগের ভিত্তিতে বাজার গুলোতে যাবো মূল্য বিক্রয়দাতাদের তালিকা ক্রয় তালিকা দেখে যদি দূর্নীতি বা অন্যায় মনে হয় ব্যাবস্থা নিবো।
Leave a Reply