,কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
সোমবার (৪ আগস্ট) বেলা ১২টায় কুমিল্লা ঈদগাহ মাঠে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই বিপ্লব প্রীতি ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় তিনি নতুন প্রজন্মের মধ্যে মাঠমুখী মানসিকতা গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “আমরা আমাদের তরুন প্রজন্মের জন্য খেলার মাঠ রেখে যেতে পারছিনা। এটা আমাদের দায়বদ্ধতার ব্যর্থতা। মাঠগুলো ভরাট করে ইট-পাথরের শহর বানিয়ে ফেলছি। এর ফলে আমাদের সন্তানরা আজ ডিভাইস আসক্ত হয়ে পড়ছে,
কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ প্রীতি ম্যাচে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক, কুমিল্লার বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা, জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ক্রীড়া ব্যক্তিত্ব এনামুল হক মনি, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, মাহি তাজওয়ার ওহি এবং জেলার অন্যান্য ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে দুটি দল অংশ নেয়—সবুজ দল ও লাল দল। সবুজ দলের অধিনায়কত্ব করেন উদীয়মান ক্রিকেটার সাদাত হোসেন সানি, অপরদিকে লাল দলের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার এনামুল হক মনি। উভয় দলেই জেলার বর্তমান তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়রাও অংশ নেন, যা ম্যাচটিকে বিশেষ আকর্ষণীয় করে তোলা।
তিনি আরও বলেন, “একটি সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের মাঠে নামতে হবে। তাই প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। মাঠ সংস্কার ও সংরক্ষণেও জেলা প্রশাসন কাজ করে যাবে।
Leave a Reply