কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অভিযোগ করেছেন যে, যারা গত সাড়ে ১৭ বছর স্বৈরাচার ও খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে এবং বারবার জেল খেটেছে, তাদেরকেই গায়ের জোরে আবার কারাগারে পাঠানো হচ্ছে। সোমবার (৪ আগস্ট) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মুরাদনগর থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা চলমান খুন,মারামারি, অস্থিরতা পরিবেশ করে রেখেছে উপদেষ্টা আসিফ মাহমুদের ইশারায়। তিনি সরকারের কাছে আহবান জানান যে
গণতান্ত্রিক রাজনীতি চর্চা করে রাজনীতি করলে দেশের সুফল আসবে।
নাছির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আসিফ মাহমুদ একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, আবার বলছেন যে রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের কাছে অনুরোধ করেন, যদি আসিফ মাহমুদকে তার মন্ত্রিসভায় রাখা হয়, তাহলে সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে।
উল্লেখ্য, গত ২৭ জুন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়কসহ ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল সিদ্দিকীর উপর হামলার অভিযোগে পুলিশ ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবের আত্মীয় ওবায়দুল সিদ্দিকী পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় নাজিম উদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। গত ৩১ জুলাই নাজিম উদ্দিন কারাগারে থাকা অবস্থায় তার মা মারা গেলে তিনি প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নেন। নাজিম উদ্দিন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন। এদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশ্য বলেন নিরপেক্ষ না থাকলে ভবিষ্যৎ তে হাসিনার মতো পালাতে হবে।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ ছাত্র দলের নেতৃবৃন্দ।
Leave a Reply