কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা স্টেডিয়াম ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া’কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার ও অ্যাড-হক কমিটির সম্মানিত সদস্য-সচিব মোঃ আফাজ উদ্দিন।
সম্মাননা প্রদান করেন:
• Meat N Bite-এর স্বত্বাধিকারী এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার কুমিল্লা মহানগর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
• Meat N Bite-এর অপর স্বত্বাধিকারী মোঃ ফাইয়াজ তাওসিফ,
• Fresh & Juicy-এর স্বত্বাধিকারী মোঃসাকিব সাগর,
• Jomfa-এর স্বত্বাধিকারী মোঃ সাকিফ রেজা মাহমুদ
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ক্রিকেট একাডেমির স্বত্বাধিকারী হৃদয় হাসান।
অনুষ্ঠানে কুমিল্লা স্টেডিয়াম ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় নেতৃবৃন্দ কে, এসময়
কুমিল্লা জেলা মডেল মসজিদ, জেলা ক্রীড়া সংস্থা ও স্টেডিয়াম ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের মধ্যে তিন বছরের বৈধ চুক্তি সম্পাদিত হয়েছে।
অতিথি বৃন্দ আরও জানান, এই চুক্তি সম্পাদিত হয়েছে—
• জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার
• অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পঙ্কজ বড়ুয়া
• নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ ফরিদুল ইসলাম
• সহকারী কমিশনার (গোপনীয়, জেলা রেকর্ডরুম, তথ্য ও অভিযোগ) আব্দুল্লাহ আল নূর আশেক—এর দিকনির্দেশনা ও সহায়তায়।
এই চুক্তির মাধ্যমে স্টেডিয়াম ফুডকোর্ট ব্যবসায়ীরা নতুনভাবে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছেন। এর জন্য জেলা প্রশাসনের প্রতি কুমিল্লা স্টেডিয়াম ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
Leave a Reply