August 3, 2025, 6:05 pm
বিশেষ প্রতিনিধি ।। বরিশাল জেলার উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শাহিন হাওলাদার। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছে।
শুক্রবার (১ আগষ্ট) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ শাহিন হাওলাদারকে উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ঘোষণা দেয়া হয়েছে।
এদিকে নবনির্বাচিত উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উজিরপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখ্য মোঃ শাহিন হাওলাদার বিগত ১৭ বছরে বহু মিথ্যা মামলা,হামলা ও বহুবার নির্যাতনের শিকার হয়েও জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন।