August 2, 2025, 3:51 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটে ১৯কেজি ১৭৫ গ্রাম
মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করছেন গোয়েন্দা পুলিশ।
জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম,এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদের, নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জেলার সদর থানাধীন মোঘলহাট ইউপি এলাকার ১নং ওয়ার্ড খানাটারী মৌজাস্থ (মেডিকেল মোড়) মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধের সামন বিশেষ অভিযান চালিয়ে ১৯কেজি১৭৫গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ এক জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী হলেন সিরাজুল ইসলাম (২৫), লালমনিরহাট জেলা আদিতমারী উপজেলা দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মৃত নান্নু মিয়া র,ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মোগলহাট ইউপির ১নং ওয়ার্ড খানাটারী মৌজা বিশেষ অভিযান চালিয়ে ১৯কেজি১৭৫গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ এক জনকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।
হাসমত উল্লাহ ।।