August 2, 2025, 4:54 am
হায়দার আলী।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ী থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় শীর্ষ মাদক কারবারী কারবারিকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানার পুলিশ। তার নাম নাসির উদ্দিন নয়ন ডাক্তার । তার বাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নের রেলগেট এলাকায়। তিনি একটি ক্লিনিকের মালিক। তাই এলাকায় তিনি নয়ন ডাক্তার নামে পরিচিত। গোদাগাড়ীর শীর্ষ হেরোইন কারবারিদের একজন নয়ন ডাক্তার।
এলাকার আওয়ামী লীগের সাবেক পলাতক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সঙ্গে বেশ ভাব ছিল নয়ন ডাক্তারের। তাই ফারুক চৌধুরী তাকে মাটিকাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করেছিলেন। দলের গঠনতন্ত্রে শুধু একটি ওয়ার্ড কিংবা ইউনিয়ন কমিটিতে একজনই সভাপতি থাকার নিয়ম থাকলেও ফারুক চৌধুরী তাকে ইচ্ছেমতো তিনটি ওয়ার্ডের সভাপতি করেছিলেন। অথচ তার নামে আছে একাধিক মাদক মামলা।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সাহাব্দিপুর এলাকা থেকে নয়ন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট থানায় হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
আওয়ামী আমলে দেদারসে মাদক ব্যবসা করে প্রচুর টাকার মালিক হয়েছেন নয়ন ডাক্তার। এলাকায় খুলেছেন ক্লিনিক। দুই স্ত্রীর নামে অর্ধশতাধিক বিঘা জমিও কিনেছেন। মাদক মামলার এই আসামি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিও হয়েছিলেন। নাম প্রকাশ না করা শর্তে একজন সহকারী শিক্ষক জানান, অবৈধভাবে কয়েক জনকে নিয়োগ দিয়ে মোটা অঙ্কের উৎকোচ গ্রহন করেছিলেন নয়ন ডাক্তার। কিন্তু তাদের এমপিও ভুক্ত করতে পারেন নি। তারা বেতন না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছেন তারা। লাখ লাখ টাকা মেরে দিয়েছেন কথিত নয়ন ডাক্তার। টাকা ফেরত না পেয়ে চাকুরী প্রাপ্তরা মানবেতর জীবন যাপন করেছেন বলে জানান ওই শিক্ষক।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।