August 2, 2025, 4:57 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী প্রথম শ্রেণীর গোদাগাড়ী পৌরসভার নিরাপত্তা নিশ্চিতকরন ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
৩১ জুলাই বৃহস্পতিবার এর শুভ উদ্ভোদন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিও রেজা হাসান (উপসচিব),
জেলা প্রশাসকের ডিডিএলজি (উপসচিব)
জাকিউল ইসলাম, গোদাগাড়ী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, গোদাগাড়ী মডেল থানার ওসি
মোহম্মদ রুহুল আমিন, গোদাগাড়ী পৌরসভার সচিব সারোয়ারনর জাহান, গোদাগাড়ী বনিক সমিতির সভাপতি মিলনসহ সুধিজন, পৌরসভার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
গোদাগাড়ী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, গোদাগাড়ী পৌরসভার নিরাপত্তা নিশ্চিতকরন ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গুরুত্বপূর্ণ পৌরবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে কাজটি করা হয়েছে।
মোঃ হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।