ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পু-নর্জাগরণ অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শিশু শহীদদের স্মরণে ময়মনসিংহ সদরের ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। একই দিনে বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণির শিশুদের বরণ উৎসব উদযাপন করা হয়েছে।

শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল বাকী,উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, আশীষ কুমার তরফদার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেছেন। এমনকি শিশুদের অংশগ্রহন এবং তাদের প্রাণ বিসর্জন আলোড়ন সৃষ্টি করে। এই অর্জনকে শিক্ষনীয় হিসেবে গ্রহণ করে শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করতে হবে, দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তিনি জানান-মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিশুদের প্রাণহানীর প্রেক্ষাপটে ২৪ জুলাই নির্ধারিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সংকটে দেশের জন্য যারা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন, সেই যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।

সদর উপজেলার ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান জানান, বৃষ্টি উপেক্ষা করে তিন শতাধিক শিক্ষার্থী আজ স্কুলে উপস্থিত হয় এবং তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন ও উপভোগ করে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *