জামালপুর সদরে ইউএনও’র মানবিক উপহার অটোরিকশা পেয়ে খুশী প্রতিব-ন্ধী শাহিন

আরিফ রববানী ময়মনসিংহ।।
জামালপুর সদরে শারীরিক প্রতিবন্ধী শাহিন মিয়াকে অটো রিকশা উপহার দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জিন্নাত শহীদ পিংকি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তিনি প্রতিবন্ধী শাহিন মিয়ার হাতে তার মানবিক উপহার হিসাবে অটোরিক্সার চাবি তুলে দেন। ইউএনও’র মানবিক উপহার পেয়ে খুশী হন ছোট বেলা থেকেই হামাগুড়ি দিয়ে বেড়ে ওঠা শাহিন ।

সুত্র মতে-প্রতিবন্ধী শাহিন তার বাকা পায়ের কারনে রিকশার প্যাডেল চেপে রিকশা চালাতে পারতেন না। রিকশার চাকা থেমে যাওয়ার পাশাপাশি বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী-সন্তান নিয়ে সংসারের চাকাও বন্ধ হয়ে যায় তার। কোন কূল-কিনারা পাচ্ছিলেন না রিকশা চালক শাহিন। অপরদিকে মাথা গোঁজার নেই ঠাঁই। এলাকার ধন্যাঢ্য দের দ্বারে দ্বারে ঘুরেও উপার্জনের কোন পথ মেলেনি।শারীরিক প্রতিবন্ধী শাহিন মিয়াকে রিকশা উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন, শারীরিক প্রতিবন্ধী রিকশা চালক শাহিন মিয়া অন্যের তুলনায় যাত্রী কম পায়। যাত্রী ডেকে তুলতে পারে না। ঠিকমত চলাফেরা করতে পারে না। অন্যের কাছে হাত না পেতে জীবিকা নির্বাহ করে আসছেন। সে প্রকৃত ভ‚মি ও গৃহহীন। তার এই অসহায়ত্বের কথা জানতে পেরে তার কর্মসংস্থানের জন্য একটি অটো রিকশা উপহার হিসাবে দিয়েছি। প্রতিবন্ধী শাহিন মিয়া ছোট থেকেই পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ভিক্ষাবৃত্তির মানসিকতা না থাকায় তার পেশাকে আরও একটু সহজ করতে মানবিক দৃষ্টিকোন থেকে তাকে অটো রিক্সাটি উপহার দেওয়া হয়েছে। উপহার পেয়ে আনন্দিত শাহিন মিয়া উচ্ছাসিত হয়ে বলেন, ইউএনও স্যার আমাকে থাকার জন্য ঘর ও রোজগারের জন্য অটো রিক্সা দিয়েছেন আমি পরিবার পরিজন নিয়ে এই রিক্সার উপার্জন করা টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে পারবো। আমি যতবারই উপজেলায় এসেছি তিনি আমাকে আর্থিক সাহায্য করেছেন। তিনি একজন মানবিক ইউএনও। তার কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।

অটোরিকশা বিতরণকালে উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, এসপিকে এর নির্বাহী পরিচালক মো: এনামুল হক প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *