August 2, 2025, 4:56 am
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।
নেছারাবাদের ঐতিহ্যবাহী আটঘর কুড়িয়ানা পেয়ারা সমৃদ্ধ পর্যটন এরিয়ায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসন কতৃক মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার ০১ আগস্ট, উপজেলার আটঘর কুরিয়ানা পর্যটন এরিয়ায় শান্তিশৃঙ্খলা এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক জারীকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রায়হান মাহমুদ মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য গত একমাস যাবত পরিবেশের জন্য ক্ষতিকর কিছু কিছু পর্যটকরা অতি উচ্চশব্দ (লাউড স্পিকার) নিয়ে আটঘর কুড়িয়ানা ঘুরতে আসতো। যেটা পরিবেশের জন্য মারাত্মক ঝুকিপূর্ণ। লাউডস্পিকার শব্দে গাছের পাখিরাও ভয়ে উড়ে যেত, ৩০০ মিটার দুরের লোকজন লাউডস্পিকারের শব্দে অতিষ্ঠ ছিলো এবং টলারের চলতো উশৃংখলতা, অশ্লীল নৃত্য ফলে বিলম্বনায় পড়তে হতো পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকদের।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে প্রচার হতে থাকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, ও ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে যোগাযোগ মাধ্যমে পোষ্ট করা হয় এবং স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিয়ে নিউজ করায় নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম বিষয়টি আমলে নেয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য ভ্রমনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরতে গত ২৭ জুলাই পর্যটন এলাকা আটঘর কুড়িয়ানার জন্য জরুরি কিছু নির্দেশনা জারি করেছিলেন।
সেই জারিকৃত নির্দেশনা কতটা কার্যকর হয়েছে। সেটি সরজমিনে দেখার জন্য ১লা আগষ্ট উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রায়হান মাহমুদ আটঘর কুড়িয়ানার পর্যটন এলাকায় যায়। গত সপ্তাহের চেয়ে আজকের পরিবেশটা শান্তিপূর্ণ। তবে এ সময় রায়হান মাহমুদ পরিবেশের জন্য ক্ষতিকর কয়েকটি উচ্চ শব্দ (লাউড স্পিকার) জব্দ করে।
নির্বাহী কর্মকর্তার পর্যটন এলাকায় এ ধরনের উদ্যোগ নেয়ায় স্বাগত জানিয়েছেন অনেকে। ঘুরতে যাওয়া পর্যটক মোঃ সাইফুল ইসলাম বলেন, আসুন, আমরা সবাই মিলে কুড়িয়ানার এই অনন্য পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি-তবে দায়িত্বশীলতা ও সচেতনতার সঙ্গে। পর্যটন হোক আনন্দদায়ক, পরিবেশ হোক সুরক্ষিত।
মোঃ হায়দার নামে পর্যটক বলেন, অনেকদিন পরে হলেও ভ্রমণ পিপাসু মানুষ স্বস্তি পেতে শুরু করেছে পাশাপাশি এলাকার মানুষও অত্যন্ত খুশি স্যারের এই মহতী উদ্যোগ নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ স্যারকে এবং প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিক ভাইদের কেও আন্তরিক ধন্যবাদ তাদের জন্য বিষয়টি নিয়ে রিপোর্ট করার জন্য।
সাহানাজ নামে আর জন বলেন, এমনটা প্রতিবছরই হয় কিন্তু বেশিদিন ধরে রাখা যায় না। আগামী দিনগুলোতে এরকম সুন্দর পরিবেশ বিরাজ থাকুক এই কামনা করছি।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেছারাবাদের আটঘর কুড়িয়ানার পর্যটক এলাকায় আগত দর্শনার্থীদের জন্য ভ্রমনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা বলবত থাকবে। আজকে ক্ষতিকর কয়েকটি উচ্চ শব্দ (লাউড স্পিকার) জব্দ করা হয়েছে। আগত ট্যুরিস্টদের এই এলাকার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য সচেতন করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এই অভিযান অব্যাহত থাকবে।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।