August 2, 2025, 4:56 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
প্র-ত্যয় সংগঠনের “পূর্ণাঙ্গ কমিটি” গঠন দেশে সুশাসন প্র-তিষ্ঠায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অ-পরিহার্য- ড. এবি এম ওবায়দুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থা-পন গোদাগাড়ীতে মাঝি মাল্লা,শিক্ষক ও ইউপি সদস্যদের মাঝে লা-ইফ জ্যা-কেট বিতরণ আটঘর কুরিয়ানার পর্যটন এরিয়ায় শান্তিশৃ-ঙ্খলা বজা-য় রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মোবা-ইল কো-র্ট রাজশাহীর শী-র্ষ মা-দক স-ম্রাট নয়ন ডাক্তার গ্রেফ-তার গোদাগাড়ীতে ৫৪ বছরের ঘাটপ্র-থা অব-সানের অপেক্ষায় পদ্মার চরাঞ্চলের হা-জার হাজা-র মানুষ দুই আগষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে পাইকগাছায় নানা কর্মসূচি আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দা-বীতে মানববন্ধন ও স্থানীয় প্রার্থীর দা-বীতে বিক্ষো-ভ বাগেরহাট-৪ আসন ফি-রিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছি-ন্ন করে দেওয়ার হুম-কি বিএনপির
আটঘর কুরিয়ানার পর্যটন এরিয়ায় শান্তিশৃ-ঙ্খলা বজা-য় রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মোবা-ইল কো-র্ট

আটঘর কুরিয়ানার পর্যটন এরিয়ায় শান্তিশৃ-ঙ্খলা বজা-য় রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মোবা-ইল কো-র্ট

নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

নেছারাবাদের ঐতিহ্যবাহী আটঘর কুড়িয়ানা পেয়ারা সমৃদ্ধ পর্যটন এরিয়ায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসন কতৃক মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার ০১ আগস্ট, উপজেলার আটঘর কুরিয়ানা পর্যটন এরিয়ায় শান্তিশৃঙ্খলা এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক জারীকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রায়হান মাহমুদ মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য গত একমাস যাবত পরিবেশের জন্য ক্ষতিকর কিছু কিছু পর্যটকরা অতি উচ্চশব্দ (লাউড স্পিকার) নিয়ে আটঘর কুড়িয়ানা ঘুরতে আসতো। যেটা পরিবেশের জন্য মারাত্মক ঝুকিপূর্ণ। লাউডস্পিকার শব্দে গাছের পাখিরাও ভয়ে উড়ে যেত, ৩০০ মিটার দুরের লোকজন লাউডস্পিকারের শব্দে অতিষ্ঠ ছিলো এবং টলারের চলতো উশৃংখলতা, অশ্লীল নৃত্য ফলে বিলম্বনায় পড়তে হতো পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকদের।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে প্রচার হতে থাকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, ও ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে যোগাযোগ মাধ্যমে পোষ্ট করা হয় এবং স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিয়ে নিউজ করায় নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম বিষয়টি আমলে নেয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য ভ্রমনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরতে গত ২৭ জুলাই পর্যটন এলাকা আটঘর কুড়িয়ানার জন্য জরুরি কিছু নির্দেশনা জারি করেছিলেন।

সেই জারিকৃত নির্দেশনা কতটা কার্যকর হয়েছে। সেটি সরজমিনে দেখার জন্য ১লা আগষ্ট উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রায়হান মাহমুদ আটঘর কুড়িয়ানার পর্যটন এলাকায় যায়। গত সপ্তাহের চেয়ে আজকের পরিবেশটা শান্তিপূর্ণ। তবে এ সময় রায়হান মাহমুদ পরিবেশের জন্য ক্ষতিকর কয়েকটি উচ্চ শব্দ (লাউড স্পিকার) জব্দ করে।

নির্বাহী কর্মকর্তার পর্যটন এলাকায় এ ধরনের উদ্যোগ নেয়ায় স্বাগত জানিয়েছেন অনেকে। ঘুরতে যাওয়া পর্যটক মোঃ সাইফুল ইসলাম বলেন, আসুন, আমরা সবাই মিলে কুড়িয়ানার এই অনন্য পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি-তবে দায়িত্বশীলতা ও সচেতনতার সঙ্গে। পর্যটন হোক আনন্দদায়ক, পরিবেশ হোক সুরক্ষিত।

মোঃ হায়দার নামে পর্যটক বলেন, অনেকদিন পরে হলেও ভ্রমণ পিপাসু মানুষ স্বস্তি পেতে শুরু করেছে পাশাপাশি এলাকার মানুষও অত্যন্ত খুশি স্যারের এই মহতী উদ্যোগ নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ স্যারকে এবং প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিক ভাইদের কেও আন্তরিক ধন্যবাদ তাদের জন্য বিষয়টি নিয়ে রিপোর্ট করার জন্য।

সাহানাজ নামে আর জন বলেন, এমনটা প্রতিবছরই হয় কিন্তু বেশিদিন ধরে রাখা যায় না। আগামী দিনগুলোতে এরকম সুন্দর পরিবেশ বিরাজ থাকুক এই কামনা করছি।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেছারাবাদের আটঘর কুড়িয়ানার পর্যটক এলাকায় আগত দর্শনার্থীদের জন্য ভ্রমনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা বলবত থাকবে। আজকে ক্ষতিকর কয়েকটি উচ্চ শব্দ (লাউড স্পিকার) জব্দ করা হয়েছে। আগত ট্যুরিস্টদের এই এলাকার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য সচেতন করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এই অভিযান অব্যাহত থাকবে।

আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD