August 1, 2025, 1:58 pm
এম এ আলিম রিপন,সুজানগর: সুজানগর পৌর শহরে মন্ডল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মন্ডল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার রিয়াজ মন্ডলের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোনায়েম, রাশেদুল ইসলাম বাবু মণ্ডল, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার ওয়াসিম, জামায়াত নেতা কেরামত আলী, শিক্ষক এস এম কামাল , আলাউদ্দিন আলাল, সাহেব আলী মন্ডল, শরিফুল ইসলাম মামুন, ব্রোজেন কুমার পাল, রকি ইসলাম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শরিক হন। দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম। মন্ডল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার রিয়াজ মন্ডল জানান মন্ডল হাসপাতালের চিকিৎসা বিভাগে আধুনিকতার ছেঁায়া ও সর্বাধুনিক প্রযুক্তির সংযোজনে এক নতুন যুগের সূচনা হলো।
অভিজ্ঞ চিকিৎসক, উন্নত যন্ত্রপাতি এবং পরিচ্ছন্ন পরিবেশের সমন্বয়ে এই হাসপাতালে রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবার প্রতিশ্রুতি বহন করা হবে এবং চিকিৎসার প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান অনুসরণ করে রোগীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে ইনশআল্লাহ।নতুনভাবে সাজানো এই হাসপাতালে শুধু চিকিৎসা নয়, রোগীর মানসিক স্বস্তি ও আস্থা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মন্ডল হাসপাতালের এ উন্নত চিকিৎসা বিভাগ স্বাস্থ্যসেবার অগ্রযাত্রায় একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত বলে আশাবাদ ব্যক্ত করেন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।