চারঘাটে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিত-রণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়
২০২২ ও ২৩ সালের উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপণী পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের
ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) আলমাছ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহাব,

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ।

সবশেষে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র হাতে তুলে দেওয়া হয়।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *