July 31, 2025, 8:24 am
জি এম রাঙ্গা :
বগুড়া, ৩০ জুলাই ২০২৫-পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সাধারণ পর্ষদের সম্মানিত সদস্য শফিকুল ইসলাম শাহেদ দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা গাক এর কার্যক্রম পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল গাক’র বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি ও সেবাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করা। পরিদর্শন শেষে তিনি গাক’র কার্যক্রমে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। পরিদর্শনন কালে শফিকুল ইসলাম শাহেদ গাক’র মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং এর সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন। তিনি গাক’র কর্মপরিধি, স্বচ্ছতা এবং এর সামাজিক প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
পরিদর্শন শেষে গাক’র বগুড়ার প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় গাক’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মো: মাহবুব আলম, পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস সাদাত, যুগ্ম-পরিচালক (ফাইন্যান্স এন্ড একাউন্টস) মোঃ রাফিউল ইসলাম ও মোঃ খোরশেদ আলম, এবং উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় গাক’র কার্যক্রমের বিভিন্ন দিক, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শফিকুল ইসলাম শাহেদ গাক’র নিরলস প্রচেষ্টা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গাক পিকেএসএফ-এর লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছে। গাক’র পক্ষ থেকে জানানো হয়, তারা পিকেএসএফ-এর নির্দেশনা ও সহযোগিতায় তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিদর্শন গাক’র কার্যক্রমে নতুন গতি আনবে এবং ভবিষ্যতে পিকেএসএফ ও গাক-এর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।