পঞ্চগড়ে চিকিৎসক সেজে ওটি বয়ের অপারেশন: মালিক কা-রাগরে

বাবুল হোসেন,

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়া ওয়ার্ডবয় দিয়ে অপারেশন কার্যক্রম পরিচালনা ও ব্যাপক অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র দিয়ে প্রাইভেট ক্লিনিক চালু রাখায় নিরাময় নার্সিং হোম ক্লিনিক মালিক উজ্জল সরকারকে (৬০) আটক করা হয়।

বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী বোদা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় বোদা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা লুৎফুল কবিরসহ সেনাবাহিনীর একটি দল ও বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ডাক্তার ছাড়াই ওয়ার্ডবয় দিয়ে অপারেশনসহ ব্যাপক অনিয়ম করার অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আটক করে বোদা থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে বোদা থানায় স্যানিটারী ইন্সপেক্টর বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে ওই মামলায় বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় ক্লিনিকের ওয়ার্ড বয় অভি সরকার পলাতক রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার পেয়াদাপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী কোহিনূর বেগম পেটের টিউমার জনিত কারণে নিরাময় নার্সিং হোমে চিকিৎসার জন্য আসেন। সেখানে আসার পর মামলার দ্বিতীয় আসামি অভি সরকার নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে কোহিনুর বেগমের টিউমার অপারেশন করান। ২৭ জুলাই দুপুরে আরেক অজ্ঞাতনামা গর্ভবতী এক নারী চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি হলে রোগীর সিজার করার প্রয়োজন হলে সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কাল বিলম্ব করতে থাকে। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যেতে বলে। সেখানে গিয়ে তারা সময় মত অপারেশন করাতে না পেরে ওই রুগী একটি মৃত সন্তান প্রসব করে। বোদা উপজেলার নিরাময় নার্সিং হোমে এর আগেও ভুল চিকিৎসা দিয়ে প্রতারণার অভিযোগ উঠে উঠেছিল।

নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ডাক্তার ছাড়াই অপারেশন, পরীক্ষা না করেই রিপোর্ট প্রদান, নিয়মিত ডাক্তার না থাকায় ক্লিনিক মালিক নিজেই ব্যাপস্থাপত্র দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে সেবা গ্রহীতাদের।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা লুৎফুল কবির জানান, নিরাময় নার্সিং হোম অ্য্ন্ড্ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সসহ কোন ধরণের আপডেট কাগজপত্র পাওয়া যায় নাই। তাছাড়া নারীর ডাক্তার ছাড়া ওয়ার্ডবয় দিয়ে অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে বিষয়টি সত্যতা পাওয়া গেছে।

বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, আটককৃত উজ্জল সরকারের বিরুদ্ধে ক্লিনিক পরিচালনার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের দায়ে বোদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত উজ্জল সরকার পৌর সদরের নগর কুমারী এলাকার বিধূভুষনের পুত্র ও পলাতক অভি সরকার একই এলাকার নিখিল চন্দ্র সরকারের ছেলে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *