July 31, 2025, 11:49 am
এ,ক,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি ।।
নাটোরের নলডাঙ্গায় ২০২২-২০২৩ সালের এস.এস.সি ও এইচ.এস.সি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের নলডাঙ্গা উপজেলার মোট ৩২ জন মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
বুধবার বেলা এগারোটায়(৩০ জুলাই) নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আসমা শাহীন এই ক্রেস্ট ও সনদ প্রদান করেন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
জান্নাত আরা ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালি, নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, একাডেমি সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ নয়ন প্রামাণিক , অভিভাবক সামসুল নাহার ।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন হলেও গুণগত মান তেমন পরিলক্ষিত হচ্ছে না। শুধু শিক্ষিত হলেই হবেনা তাদেরকে নৈতিক ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ বর্তমান মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবার,সমাজে এমন কি রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য এর আগে ওই ৩২ জনের মধ্যে এস.এস.সি পর্যায় দশ হাজার এবং এইচ.এস.সি পর্যায়ের পঁচিশ হাজার করে টাকা ও মোবাইলের মাধ্যমে প্রদান করা হয়।