July 31, 2025, 8:19 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
কুমিল্লায় এনডিএফ এর উদ্যাগে জুলাই ৩৬ পালন পোরশায় যুবলীগ নেতা ও হ-লুদ সাংবাদিক নাহিদ গ্রে-ফতার তানোরে ওসি আফজালের নে-তৃত্বে সফল অভি-যান- ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার চো-র গ্রে -প্তার সলঙ্গায় সাংবাদিকের পিতার স্মর-ণে দো-য়া মাহফিল নলডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কুড়িগ্রামে জমি স্কুলের- বে-চে দিলেন প্রধান শিক্ষক বেলাল হোসেন মোংলায় বা-ঘ র-ক্ষায় সচে-তনতা সৃষ্টিতে বা-ঘ মহ-ড়া ও প্রীতি ফুটবল ম্যাচ ৪ লাখ টাকা চু-রি ২ বছর পর রহ-স্য উদঘাটন ও আসা-মী গ্রে-ফতার করলো পিবিআই মা-দক ব্যব-সায়ী শাহীন আলমের প্রায় ৭ কোটি টাকার সম্পদ ক্রো-ক করেছে সিআইডি পঞ্চগড়ে চিকিৎসক সেজে ওটি বয়ের অপারেশন: মালিক কা-রাগরে
কারাগারে মোবাইল ফোন নেওয়ার চেষ্টায় ডি-ভিশন বাতি-ল সাবেক এমপি আবুল কালামের

কারাগারে মোবাইল ফোন নেওয়ার চেষ্টায় ডি-ভিশন বাতি-ল সাবেক এমপি আবুল কালামের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গোপনে মোবাইল ফোন নেওয়ার চেষ্টার অভিযোগে ডিভিশন বাতিল করা হয়েছে সাবেক এমপি আবুল কালাম আজাদের। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি। বর্তমানে তিনি রাজশাহী কারাগরে অবস্থান করছেন। মামলায় হাজির করতে দিনাজপুর কারাগার থেকে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। গ্রেপ্তারের পর তিনি এ কারগারেই ছিলেন। তবে কারা অপরাধের কারণে তাঁর ডিভিশন বাতিল করে তাঁকে দিনাজপুর কারাগারে পাঠানো হয় সাবেক এ সংসদ সদস্যকে। সেখানে তিনি সাধারণ কয়েদিদের কক্ষে তাঁদের সঙ্গে থাকেন। তবে বর্তমানে মামলায় হাজির করতে রাজশাহীতে আনা হয়েছে তাঁকে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্র মতে, সাবেক এমপি আবুল কালাম আজাদ তাঁর এক বোনের মাধ্যমে প্রায় দুই মাস আগে একটি মোবাইল ফোন কাগারের ভিতরে নেওয়ার চেষ্টা করেছিলেন। বোন জুলেখার খাতুনের মাধ্যমে গত ৮ মে তিনি একটি এন্ড্রয়েড মোবাইল ফোন কারাগারে ঢুকানোর চেষ্টা করেন। ওই ফোন নিয়ে জুলেখা খাতুন সাবেক এমপি এনামুলের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে দেওয়ার সময় সেটি জব্দ করেন কারারক্ষীরা। এ ঘটনার পরের দিনই উর্দ্ধতন কারা কর্তৃপক্ষের নির্দেশে গত ৯ জুন তাঁকে নিরাপত্তার কথা বিবেচনা করে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়। এরপর গত ১৮ মে সাবেক এমপি হিসেবে প্রাপ্ত আবুল কালাম আজাদের ডিভিশনও বাতিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেষ্ঠ্য জেল সুপার শাহ আলম খান বলেন, ‘কারাগারে মোবাইল ফোন ঢুকানোর চেষ্টার অপরাধে সাবেক এমপি আবুল কালাম আজাদের ডিভিশন বাতিল করে তাঁকে সাধারণ কয়েদিদের কক্ষে রাখা হচ্ছে। বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারেই আছেন। দিনাজপুর থেকে তাঁকে মামলায় রাজশাহীর আদালতে হাজির করতে আনা হয়েছে।
আগামী ৮ জুলাই হাজিরা শেষে আবারও দিনাজপুরে পাঠানো হবে। একটি মামলায় তিনি কোট থেকে ডিভিশন নিয়েছেন। আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট পাঠিয়ে। এখনও কোন সিদ্ধান্ত পাই নি। এখানেও তিনি সাধারণ কয়েদিদের কক্ষেই থাকেন।’ তিনি দীর্ঘ দিন এ কারাগারে ছিলেন। ওই কর্মকর্তা আরও বলেন, ‘এমপি কালামের বোন স্বীকার করেছিলেন সাবেক এমপির পরিকল্পনায় তিনি তাঁর ভাইকে গোপনে মোবাইল ফোন দিতে এসেছিলেন। এ কারণে সাবেক এমপি কালামের ডিভিশন বাতিল করা হয়েছে।’

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD