July 29, 2025, 5:11 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জুলাই পদযাত্রায় নেমেছি; কিন্তু আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। আমি বিশ্বাস করি, ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা সেই দেশ অচিরেই নির্মাণ করতে পারব।
তিনি বলেন, দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশন বলেছে, জুলাই সনদ হবে। আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা ৫ আগস্টের মধ্যেই। জুলাই সনদের জন্য দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যবদ্ধ চাই। আমরা বলেছি, নির্বাচন কমিশনসহ দুদক ও পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকারের কথা স্মরণ করে সোমবার (২৮জুলাই) বিকেলে ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাথা’শেষে নগরীর টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার প্রধান সমন্বয়নকারী জাবেদ রাসিনের সভপাতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মাঝে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশে নেতারা বলেন, “বাংলাদেশ বিনির্মাণে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে সামনে রেখে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।” এনসিপির নেতাদের দাবি, ওই সংবিধানে ‘জুলাই বিদ্রোহে’ অংশ নেওয়া যোদ্ধাদের বীরের মর্যাদা দিতে হবে।
এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শহীদ ও আহতদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে, বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। কিন্তু আমরা যখন বাংলাদেশকে একটি নতুন পদ্ধতিতে দেখছিলাম, তখন আমরা বার বার বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের সামনে একটিই লক্ষ্য পুরো বাংলাদেশের সংস্কার দরকার। আমরা একটি স্লোগান দিয়ে থাকি, সেটি হলো- এই মূহর্তে দরকার, বিচার আর সংস্কার। সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠিত হবে, এটাই আমাদের লক্ষ্য।
গণ জমায়েতে জাতীয় নাগরিক পার্টির নেত্রী ডা. তাসনিম জারা বলেন, “বাংলাদেশ গড়তে হলে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সংবিধান ঝেড়ে ফেলে একটি নতুন সংবিধান দরকার।”
এনসিপির কেন্দ্রীয় নেতা সামান্তা সারমিন বলেন, “যারা জনগণের সঙ্গে প্রতারণা করে, তারা কখনোই মুসলিম হতে পারে না। এনসিপি প্রতিশ্রুতি দিয়ে তা পালন করবে। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই পিআর (অনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি প্রয়োগ করতে হবে।”
‘পিআর ছাড়া নির্বাচন নয়’ মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “একটি দল বারবার ব্যর্থতার কারণে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হয়নি। এনসিপি পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচনে অংশ নেবে না।”
তৃণমূলে সংগঠন শক্তিশালী করার তাগিদ দিয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও মজবুত করতে হবে। একই সঙ্গে এনসিপিতে কোনও চাঁদাবাজের জায়গা হবে না।”
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ময়মনসিংহের গীতিকা ও গুণীজনদের স্মরণ করে বলেন, বিগত সরকার শুধু মানুষ হত্যা করেনি নদী গুলোকেও মেরে ফেলেছে।আগামী ৫ আগস্টের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। সবার জন্য নিরপেক্ষ প্রশাসন গঠনের দাবি জানাই। ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।”রাতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ২৪ শে চত্বরে সমাবেশ করেন এনসিপির নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম আরো বলেন, নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ ও নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারব। তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকায় এনসিপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন। আপনারা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।
এতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমীন, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিল, যুগ্ম সদস্য সচিব ও ময়মনসিংহ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন, কেন্দ্রীয় নেতা আবুল বাসারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।
এর আগে বিকাল ৩টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা জামালপুর থেকে ময়মনসিংহে আসেন। পরে স্থানীয় একটি হোটেলে ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাদের খোঁজখবর নেন। সেখান থেকে নেতারা নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড মহিলা কলেজের সামনে শহীদ সাগর চত্বরে শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে একটি পদযাত্রা বের হয়ে সি কে ঘোষ রোড, রামবাবু রোড, নতুন বাজার ও জিলা স্কুল মোড় হয়ে টাউন হল প্রাঙ্গণে সমাবেশে যোগ দেন।