থানচিতে ৩৮ বিজিবি ব্যবস্থাপনায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা

বান্দরবানের থানচিতে বলিপাড়া ব্যাটালিয়ান (৩৮ বিজিবি) ব্যবস্থাপনায় গ্রামের গ্রামের স্হানীয়  জনসাধারণের মাঝে স্বাস্থ্য সেবা ছড়িয়ে দিতে ফ্রি  মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বলিপাড়া ব্যাটালিয়ান (৩৮ বিজিবি) পরিচালনায় ডাকছৈ পাড়া এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে স্বাস্থ্য সেবা ছড়িয়ে দিতে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় বলিপাড়া ব্যাটালিয়ানের অধিনায়ক ও পরিচালক বিএ-৭৮১৯ লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জহিরুল ইসলাম জি আর্টিলারি নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে বলিপাড়া ব্যাটালিয়ানের (৩৮ বিজিবি) মেডিকেল অফিসার বিএ-১০২৩২১৮ মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি কর্তৃক এ মেডিকেল ক্যাম্পেইন সেবা প্রদান করা হয়।
এ মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে থানচি উপজেলার এলাকার স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধা সহ সর্বমোট ১০৫ জন (পুরুষ ৩১, মহিলা ৫২ এবং শিশু ২২) সদস্যের মাঝে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে। থানচি উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা গ্রাম  গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত রয়েছে । এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ান (৩৮ বিজিবি) নিয়মিত ভাবে সীমান্তে দুর্গম পাহাড়ি এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
উল্লেখ্য, ইতিপূর্বে বলিপাড়া ব্যাটালিয়ান (৩৮ বিজিবি) গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় করে আসছে। ভবিষ্যতেও  এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *