তারাগঞ্জে মা-দক সে-বন কালে ১ যুবক আ-টক ভ্রাম্যমান আদালতে জ-রিমানা ও কা-রাদণ্ড

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মো. হেলাল (৩২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইকরচালী ইউনিয়নের বামনদিঘি ইকোপার্ক এলাকায় গাঁজা সেবন ও রাখার দায়ে মো. হেলালকে আটক করা হয়। তিনি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর মাফিয়ালপাড়া এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হেলাল দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে এবং তা রেখে এলাকার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল। এতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মো. হেলালকে তিন (০৩) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা।
আসামিকে দণ্ড কার্যকর করতে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *