July 29, 2025, 7:20 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়া পীরেরডাঙ্গা নামক স্থানে জনৈক খবির মিয়ার পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর বাবু (১৪) উপজেলার সয়ার ইউনিয়নের চাল্লিয়া বুড়িরহাট এলাকার শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুলাই) রাতে বাবু তার বাবার ভ্যান নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গভীর রাত পর্যন্ত বাবু বাড়ী না ফেরায়, পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঘনিরামপুর বুড়াবাড়িরডাঙ্গা এলাকায় পুকুর পাড়ে অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর শুনে শফিকুল ইসলাম(নিহতের বাবা) সেখানে গিয়ে দেখেন মরদেহটি তারই ছেলে ইরফান রহমান বাবুর।
স্থানীয়দের ধারণা, ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাবুকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। নিহত বাবু পেশায় ভ্যানচালক হলেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল বুড়িরহাট স্কুলে। এলাকাবাসীর দাবি বাবু ছিল শান্ত স্বভাবের ছেলে, তার এই নির্মম হত্যাকাণ্ড পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় কাটা দাগ সহ শরীরের একাধিক অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য যে, ইরফান রহমান বাবুর মর্মান্তিক হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বুড়িরহাট স্কুলের সামনে রাস্তায় তারা মানববন্ধন করে। এতে বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় জনসাধারণ অংশ নেন। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধন কারীরা ।