July 30, 2025, 7:05 am
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই পুনর্জাগন -২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় গোপালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সার্বিক মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার, উপ-উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহব্বত আলী, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাফিক শরীফ, গোপালগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইংরেজি) পবিত্র কুমার পোদ্দার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থনীতি) মোঃ হাবিবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউরিটি ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ও শাহরিয়ার আহমেদ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস, গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট এর কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে সার্জারি, মেডিসিন ও গাইনী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসগণ সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত ক্যাম্পেইনে আগত রোগীদের যত্নসহকার পর্যবেক্ষণ করেন এবং ডায়াবেটিস, রক্তের গ্রুপ ও ওজন মেপে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।