July 29, 2025, 10:39 pm
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গভীর রাতে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পিকআপ ভ্যানসহ গরু রেখে পালিয়ে গেছে চোর চক্র। পরে ২ টি গরু ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
গত রোববার গভীররাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন দীপ্ত বলেন, রাত ৪ টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই পূর্বপাড়া গ্রামের ব্রীজের কাছে একটি পিকআপ গর্তে চাকা আটকে পড়ে আছে। পিকআপের ভিতর ২ টি গরু রয়েছে। ধারণা করছি গভীর রাতে গ্রামের ভিতর গাড়ির শব্দে এলাকার কয়েকজন ছুটে এলে ২টি গরুসহ গাড়িটি ফেলে পালিয়ে যায় অজ্ঞাত চোরেরা। গ্রামের কার্তিক মুখার্জীর ছেলে সঞ্জয় মুখার্জী ১টি গরু তার বলে সনাক্ত করেছেন। অপর গরুর মালিকের সন্ধান পাওয়া যায়নি। গরুসহ পিকআপটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সঞ্জয় মুখার্জী বলেন, লোকজনের শোরগোল শুনে এসে দেখতে পাই আমার ১টি গরু পিকআপ ভ্যানে। কখন কিভাবে চুরি হলো বুঝতে পারিনি।
কোটালীপাড়া কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ বলেন, এলাকায় মাদক ও চুরির উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গ্রাম পুলিশের সদস্যদের রাতের বেলা এলাকায় টহল কার্যক্রম ঝিমিয়ে পড়ায় পাড়া- মহল্লায় মাদক ও চুরির অপরাধ ক্রমেই বাড়ছে। কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উচিত গ্রাম পুলিশদের কার্যক্রম জোরদার করা।