July 29, 2025, 10:40 pm
কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। আজ
২৯ জুলাই ভোরে আহলে হাদিস মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ স্থানীয়রা পুলিশের মাধ্যমে উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দু’জনেই বিষপান করে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তাদের মেয়ে মিশু আক্তার (১৭)। জানা গেছে।
মা মেয়ে আজ ১১দিন ধরে কুমিল্লার রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভাব-অনটন এবং ঋণের চাপের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মা-মেয়ে। কুমিল্লার জিহান ফ্যাক্টরিতে চাকরি করে জীবিকা নির্বাহ করছিলেন তারা। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঋণের বোঝা আর আর্থিক সংকটের চাপে তারা বিষপান করে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা,
বিষয়টি সম্পর্কে রামপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জহিরুল হক ও মিজানুর রহমান বলেন, “মা ও মেয়ে দুজনই জিহান ফ্যাক্টরিতে কাজ করতেন। তারা খুব সাধারণ জীবন যাপন করতেন। কীভাবে এই ঘটনা ঘটলো, তা আমরা বুঝতে পারছি না।”
বুড়িচং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং মৃতদেহ দুটি উদ্ধার করি। ঘটনাস্থলের প্রেক্ষাপটে এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে মৃত্যুটি আত্মহত্যা কিনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে।
মা ও মেয়ের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পরিবার ও পুলিশ।
প্রতিবেশীরা বলছেন, এমন একটি মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।