July 29, 2025, 7:24 pm
আল আমিন মোল্লা।
নিজস্ব প্রতিবেদক।
বরগুনা জেলার আমতলী উপজেলার ৩ নং আঠারো গাছিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক হোসেন মৃধার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ,জেড,এম সালেহ ফারুক। আমতলী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন (ভিপি) এর উদ্বোধনী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জহিরুল ইসলামপ (জহির), অ্যাডভোকেট খাইরুল ইসলাম, মনিরুজ্জামান হিরু মৃধা, অ্যাডভোকেট গাজী মোঃ তৌহিদুল ইসলাম, শওকাতুল আলম পান্না মৃধা, কবির উদ্দিন ফকির সহ জেলা-/উপজেলা-পৌর/-ইউদনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২৬” আহস্ট-২৪ ইং তারিখ সকাল ১০ টার আঠারো গাছিয়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন এর আয়োজন করা হয়। উক্ত দ্বি-বার্ষিক সম্মেদলনে ইউনিয়নের ৯ টি ওয়ার্ড পর্যায়ে সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী আবেদন করেন। ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি পদে প্রার্থী হন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দুলাল তালুকদার। এসময় দলটির সিনিয়র নেতারা সকলের উপস্থিতে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রস্তাব রাখেন। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় জেলা/উপজেলা/পৌর/ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সর্মথন দুলাল তালুকদারকে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।