এম এ আলিম রিপন, সুজানগর : বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাবনা -২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব বলেছেন, বিএনপি হলো জনগণের দল, সদস্য সংগ্রহ ও নবায়নের এ কর্মসূচি বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত ও গতিশীল করে তুলবে। নতুন প্রজন্মকে বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি জনভিত্তিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সংগ্রামে শক্তিশালী সংগঠন গড়ে তোলার বিকল্প নেই। সদস্য সংগ্রহ ও নবায়নের এ কর্মসূচি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিএনপি প্রমাণ করেছে তৃণমূলে বিএনপি আজও ঐক্যবদ্ধ, সংগঠিত ও গতিশীল। এ সদস্য সংগ্রহ অভিযান হবে নবজাগরণের সূচনা। বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনা ও দেশব্যাপী সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে সোমবার(২৮ জুলাই) সুজানগর উপজেলার ভঁায়না ইউনিয়ন বিএনপির ব্যানারে সদস্য নবায়ন কার্যক্রম ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষ্যে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা হাবিব আরো বলেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ন করার জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তাতে যুক্ত হয়েছে একটি দল। ১৯৫২,১৯৬৬,১৯৬৯,১৯৭১,১৯৮৬ সালের নির্বাচন এবং ১৯৯৬ সালের নির্বাচনের কথা যদি বলি প্রত্যেকটা নির্বাচনের সময় তারা লোভী হয়েছে এবং লোভের বলি তারা হয়েছে। আবারো আমরা আজকে নতুনভাবে দেখতে পাচ্ছি তারা লোভে পড়েছে, তারা যদি এই পথ থেকে সরে না আসে তাহলে আবারো তাদের দলকে খেসারত দিতে হবে। বাংলার মানুষ কখনও লোভীকে প্রশ্রয় দেয়না। বাংলার মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। তিনি বলেন ‘আধিপত্যবাদী শক্তি জাতীয়তাবাদী শক্তিকে কখনোই পছন্দ করে না কারণ তারা জানে জাতীয়তাবাদী শক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপস করবে না। ভঁায়না ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল করিম মন্ডলের সভাপতিত্বে ও কামরুজ্জামান সান্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সহ সভাপতি সামছুর রহমান সমেজ ও সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ঢাকা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-২৩ এর এডিশনাল পিপি অ্যাডভোকেট মো.আতাউর রহমান মোল্লা,সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহম্মদ আলী প্রামানিক লাটু, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন ও উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি নেতা হারুন মন্ডল, উপজেলা তঁাতিদল নেতা আসাদুজ্জামান রোকন, সাবেক যুবদল নেতা আরিফুল ইসলাম টুটুল, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু জাকারিয়া তরঙ্গ, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু, যুগ্ন আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাহেব আলী মন্ডল, রতন বিশ্বাস, স্বেচ্ছাসেবকদল নেতা রমজান মন্ডল, উপজেলা ছাত্রদল নেতা আফতাব উদ্দিন, আব্দুস সবুর জয়সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভঁায়না বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।
Leave a Reply