July 28, 2025, 5:18 pm
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত দায়িত্বশীল সার্জেন্ট মো. মারুফ ভূঁইয়ার মাতা জনাবা হেলেনা বেগম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গতকাল শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম প্রাইভেট হাসপাতালের (CHP) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
প্রয়াত হেলেনা বেগম ছিলেন একজন ধার্মিক, সৎ, সদালাপী ও মানবিক গুণে গুণান্বিত নারী। তিনি স্বামী, তিন পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
গভীর শোক প্রকাশ:-হেলেনা বেগমের মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
চট্টগ্রাম জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দের পক্ষ থেকেও মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়েছে। একইসাথে সার্জেন্ট মারুফ ভূঁইয়াসহ তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানানো হয়েছে।