July 28, 2025, 5:46 pm
বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।
আজ সোমবার (২৮ জুলাই ২০২৫) ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের কামিনী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আনুমানিক সকাল ১১টার দিকে বৃষ্টির মধ্যে কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার শব্দ শুনে তারা ছুটে আসেন, কিন্তু ততক্ষণে মোটরসাইকেল আরোহী আর বেঁচে ছিলেন না, তবে নিহত নাম ঠিকানা এখনো শনাক্ত করা যায়নি।
এই দুর্ঘটনা আবারও প্রমাণ করে, ঢাকা-বরিশাল হাইওয়ে এখন এক মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে।
নিত্যদিনের এই প্রাণহানির ঘটনা মানুষ আর মেনে নিতে পারছে না। জনসাধারণ দ্রুত ছয় লেনের মহাসড়ক বাস্তবায়নের দাবি জানাচ্ছে।
জীবন এতটাই অনিশ্চিত হয়ে গেছে, সকালে বাসা থেকে বের হলে কেউ নিশ্চিত না সন্ধ্যায় ফেরার সুযোগ মিলবে কি না!