July 28, 2025, 9:10 pm
জিএম রাঙ্গা :
ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ : আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রাইমার্ক কটন প্রজেক্টের আমন্ত্রণে দেশের স্বনামধন্য ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাজ্য গমন করছেন। বগুড়ার কৃতি সন্তান এবং দেশের সমাজ ও নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলটি ২৫ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এই গুরুত্বপূর্ণ সফরে ড. হোসনে আরা বেগম ছাড়াও টিএমএসএস প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন টিএমএসএস-এর নির্বাহী পরামর্শক ড. খায়রুল ইসলাম, টিএমএসএস-এর উপদেষ্টা ড. সনজন কে দাস, টিএমএসএস পরিচালনা পরিষদের উপদেষ্টা লায়ান আয়শা বেগম, এবং টিএমএসএস সেক্টর প্রধান (আইইএস) ড. নিগার সুলতানা।
জানা গেছে, টিএমএসএস-এর এই প্রতিনিধি দলটি আগামী দুই সপ্তাহ যুক্তরাজ্যে অবস্থান করবেন। এই সময়ে তাঁরা প্রাইমার্ক কটন প্রজেক্টের সাথে বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।এছাড়াও, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবেন বলে টিএমএসএস সূত্রে জানা গেছে।
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের প্রাক্কালে টিএমএসএস-এর উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান সহ অন্যান্যরা প্রতিনিধি দলকে বিদায় জানান। এই সফর টিএমএসএস এবং বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।