July 28, 2025, 8:47 pm
এম এ আলিম রিপন সুজানগর : গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক উপ- প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ) এর সহযোগিতায় ও প্রতিশ্রুতি আয়োজনে সুজানগর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হাসান। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আলমগীর হোসেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, মিজানুর রহমান, সঁাথিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ফারহাদ হোসেন ও আকাশ মাহমুদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের গুরুত্ব ও করণীয় এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের চ্যালেঞ্জ ও সমাধান সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় পাবনার সদর, সঁাথিয়া, বেড়া ও সুজানগর উপজেলার কৃষকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।