July 28, 2025, 5:59 pm
পাবনা প্রতিনিধিঃ
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক জওহরলাল বসাক তুলশীর উপর হামলা এবং তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পাবনার বিভিন্ন সংগঠন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদ ও ছাত্র শিবির এডওয়ার্ড কলেজ শাখা পৃথকভাবে মানববন্ধন কর্মসূচী পালন করে। এছাড়াও সকাল ১১ টার দিকে শহরেরর জয় কালি বাড়ি মন্দির এলাকায় জেলা সনাতনী হিন্দু সম্প্রদায়ের ব্যানারে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি পাবনার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। হাজার হাজার শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক তিনি। তার উপর সন্ত্রাসী হামলা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। ২৪ ঘন্টা পার হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। যা দুঃখজনক। পুলিশ চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা।
বক্তারা বলেন, একটি শ্রেণীর লোকজন তার থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু আল্লাহ তাকে হায়াত রেখেছেন বিধায় এখনো বেঁচে আছেন। চাঁদাবাজরা সব খানেই বেপরোয়াভাবে উঠেপড়ে লেগেছে। এদের লাগাম প্রশাসন ধরতে পারছে না। প্রশাসন থানায় বসে বসে কি করে যে একজন শিক্ষককে কুপিয়ে আহত কারীদের গ্রেফতার করতে পারছে না। অথচ সিসি ফুটেজ দিয়ে শনাক্ত করা সহজ। শনাক্ত না করে প্রশাসন শিক্ষক সমাজ ও ছাত্র সমাজের সঙ্গে মশকরা করছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি- আরিফ হাসান, সেক্রেটারি মামুন আল হাসান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শামসুজ্জোহা মুসলিম হল সভাপতি মেহেদী হাসান।
গত রোববার (২৭ জুলাই) দুপুরে পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তবে কী কারণে তার ওপর হামলা ও তার বাড়িতে তছনছ করা হয়েছে, তা জানা যায়নি। তার উপর হামলার ঘটনায় পাবনার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।।