July 28, 2025, 5:43 pm
কে এম শহিদুল্লাহ,
সুনামগঞ্জপ্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ থানার পুলিশ কর্তৃক নিরীহ ব্যাক্তিদের গ্রেফতার ও হয়রানিসহ নারীদের সাথে অশালীন আচরণের প্রতিবাদে এবং পুলিশের উদ্যেশ্য মুলক হয়রানি থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ঘটিকায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামবাসীর আয়োজনে স্থানীয় হাজারি মার্কেট পয়েন্টে শতাধীক ভূক্তভোগী নারী পুরুষের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন
জামালগঞ্জ থানাধীন ভাটি লালপুর গ্রামের বাসিন্দা ভূক্তভোগী মোঃ আব্বাস আলী, মোঃ ফরিদ আলী, মুর্শেদ আলম, সুলতান মিয়া, আব্দুর রহমান,সিদ্দিকুর রহমান, রেখা বেগম,নাসিমা বেগম,জোৎস্না বেগম,লায়লি আক্তার,জালেহা বেগম, সুফলা বেগমসহ আরোও অনেকে ।
মানব বন্ধনে ভূকভোগী উপস্থিত নারীরা জানান গভীর রাতে জামালগঞ্জ থানার কয়েকজন পুলিশ হঠাৎ করে ঘরে ঘরে ডুকে ঘুমন্ত অবস্থায় নারীদেরকে টেনে হেঁচড়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং বিছানার কেতা বালিশ ছুঁড়ে ফেলে দেন। একজন আসামিকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে সারা গ্রামবাসীকে উদ্দেশ্য মুলক ভাবে হয়রানিসহ নিরিহ ৩ জনকে মামলা ছাড়াই ধরে নিয়ে যান পুলিশ। কান্না জড়িত কন্ঠে কয়েকজন নারী বলেন আমরা কিছুই জানিনা, অকারনেই আমাদের উপর কোন মামলা মোকদ্দমা ছাড়াই জামালগঞ্জ থানার পুলিশের এসআই টিংকু তার সাথে আরও ৫/৬ জন পুলিশ আমাদের ঘরে উদ্দেশ্য মুলক ভাবে ডুকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন? শুধু তাই নয় ঘরে থাকা স্কুল পড়ুয়া মেয়েদের সামনে পুলিশের ঘরে ডুকে তল্লাশি চালিয়ে এমন আচরণ সারা গ্রাম বাসির মনে আতঙ্ক সৃষ্টি করেছে? উপজেলার ভাটি লালপুর গ্রামে শতশত নারী পুরুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানিসহ গ্রামের মহিলাদের ঘরে ঘরে ডুকে অশালীন ভাষায় গালিগালাজ তাদের সাথে অসাধারণের প্রতিবাদে এবং নিরীহ গ্রামবাসীর মুক্তির দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। পুলিশের এমন অসাধাচারণের বিচারের দাবি জানিয়ে এবং পুলিশের হয়রানি থেকে মুক্তির দাবী জানান ভূক্তভোগী গ্রামবাসী। উর্ধ্বতন কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা তাদের।##