চাটমোহরে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি তুহিনের গণসংযোগ

পাবনা প্রতিনিধিঃ

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। তিনি একাধিক পথসভায় বক্তব্য দেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

রবিবার (২৭ জুলাই) হাসান জাফির তুহিন চাটমোহর উপজেলার রেলবাজার এলাকার সাপ্তহের বড় হাট অমৃতকুন্ডা সহ পৌর সদরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এরআগে গত শুক্রবার ও শনিবার তিনি ফৈলজানা, পার্শ্বডাঙ্গা ইউনিয়নসহ ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলায় গণসংযোগ করেন। এসময় ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আরিফা সুলতানা রুমা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ মাহমুদুল আলম, জাহাঙ্গীর আলম, লিখন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদ, উপজেলা কৃষকদলের আহবায়ক লিটন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *