July 27, 2025, 5:25 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে অভিযান চালিয়ে ৮০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় শনিবার উপজেলার মানিকহাট ও হাটখালী ইউনিয়নের গাজনার বিলের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে। পরে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ নির্দেশে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ২০ হাজার টাকা। এ সময় তিনি আরো বলেন, গাজনার বিলে দেশীয় প্রজাতির মাছের ডিম, রেনু পোনা ধ্বংসকারী এসব চায়না দোয়ারী জাল দিয়ে মাছ ধরা বেআইনি এবং জনগণের ভবিষ্যৎ স্বার্থের সাথে প্রতারনার সামিল। সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সর্বদা সচেষ্ট, সেই সাথে ছোট মাছ ও মা মাছ নিধন থেকে জনগণকে বিরত থাকতে হবে উল্লেখ করে দেশীয় প্রজাতির প্রজননক্ষম মাছ ও পোনামাছ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।