বায়জিদ হোসেন,
মোংলা প্রতিনিধি।
“কাঠের ছাউনি আর দুর্নীতির ছত্রছায়া” মোংলায় নারী ইউপি সদস্য ফ্যাসিষ্ট জোসনা বেগমের বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী” শিরোনামে রবিবার (২৭ জুলাই) বিভিন্ন অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সুন্দরবন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য (সংরক্ষিত ওয়ার্ড-১,২, ৩) জোসনা খাতুন।
প্রকাশিত সংবাদটি বানোয়াট দাবি করে প্রতিবাদপত্রে তিনি বলেছেন, সংবাদে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি মাত্র শুরু করেছি, এখনো শেষ হয়ে পারেনি, তাতে দুর্নিতির কি প্রমানিত হয়। আমাকে অন্তত কাজটা শেষ করতে দেন। এসব আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ এসব করছে।
Leave a Reply