July 27, 2025, 5:36 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্র-তিবাদ করলেন মহিলা মেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বীরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান চৌদ্দগ্রামে পানি ব-ন্দী ৭০ পরিবার দেখার যেন কেউ নেই সুজানগরের গাজনার বিলে অভি-যান চালিয়ে নি-ষিদ্ধ চায়না দু-য়ারি জাল জ-ব্দ পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় আটঘর কুড়িয়ানা বি-রক্তির কারন শ-ব্দদূষণ ও অশ্লী-লতা নড়াইলে ব-টি দিয়ে স্বামীর পু-রুষাঙ্গ কে-টে দেওয়ায় স্ত্রী গ্রে-ফতার দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় এসএসসি উত্তীর্ণ (জিপিএ-৫ প্রাপ্ত) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ কা-রাগার থেকে হা-তকড়া পোশাক চু-রির অভি-যোগে এক কা-রারক্ষীকে গ্রে-প্তার করেছে পুলিশ  কালীগঞ্জে জিপিএ-প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
নবীনগরে সংসদ নির্বাচনে বিএনপির এককপ্রার্থী হওয়ার সম্ভাবনা নি-র্যাতিত নেতা আলী আজ্জম জালাল

নবীনগরে সংসদ নির্বাচনে বিএনপির এককপ্রার্থী হওয়ার সম্ভাবনা নি-র্যাতিত নেতা আলী আজ্জম জালাল

মোঃতরিকুল ইসলাম তরুণ, নিজেস্ব প্রতিবেদক,

ব্রাহ্মণবাড়ীয়া ৫ আসন নবীনগরের মাটি মানুষের কারানির্যাতিত নেতা আলী আজ্জম জালাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির একক প্রার্থীহয়ে লড়বে বলে আশাবাদী জনগণের। আজ রবিবার নবীনগর উপজেলার ডুবাইল,বাজেবিশাড়া,ভিটি বিশাড়া, শাহপুর, রতনপুর,পেরাকান্দি, কাগাতুয়া,সহ অনেক গুলো গ্রামসহ নবীনগর সদরের জনগণের সাথে কথা বলে জানা যায়

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আজ্জম জালালের নাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের বিভিন্ন আসনে প্রার্থী মোটামুটি চূড়ান্ত করার কাজ করছে জাতীয়তাবাদী দল বিএনপি।
এ নিয়ে শুরু হয়েছে সরগল।
কে হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে অন্যতম বড় একটি আসন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে ধানের শীষের কান্ডারী।

অনুসন্ধানে দেখা গেছে এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন প্রায় ডজন খানেক নেতা।
ইতিমধ্যেই সবাই যার যার মত করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জনমত জরিপে দেখা যায়,এ আসনে স্বঘোষিত বিভিন্ন হেভিওয়েট প্রার্থী থাকলেও ভদ্র এবং ক্লিন ইমেজের প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী কারানির্যাতিত নেতা আলী আজ্জম জালালের নাম
সবার মুখে মুখে শোনা যাচ্ছে।

এই আসনটিতে বিএনপি যখন বিভিন্ন গ্রুপিংয়ে জর্জরিত ঠিক সেই অবস্থায় দলের জন্য কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন বিএনপির এই নেতা।

আলী আজ্জম জালালের সঙ্গে কথা বলে জানা যায়,তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সহ দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করছেন তিনি। তিনি বলেন,জনগণের খেদমত করার উদ্দেশ্যে দল থেকে মনোনয়ন চাইবো। আশা করছি দল আমার অতীতের ত্যাগ,তিতিক্ষা ও কর্মকান্ড বিবেচনা করে আমাকে সুদৃষ্টিতে রাখবেন।

নাম প্রকাশ না করার শর্তে, স্থানীয় একাধিক বিএনপি নেতা বলেন,এখানকার অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকেই জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।
এমতাবস্থায় পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ কে খুঁজছে সাধারণ ভোটার গন এবং দলীয় সমর্থকগণ ।আর এ তালিকার যিনি শীর্ষ অবস্থানে রয়েছেন তিনি হচ্ছেন আলী আজ্জম জালাল। দল থেকে তিনি মনোনয়ন পেলে ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD