সুজানগরে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে শপথ

এম এ আলিম রিপন,সুজানগরঃ “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শ্লোগানে পাবনার সুজানগরে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। ২৬ জুলাই শনিবার উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, চর সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও ছাত্র প্রতিনিধি নাবিল হোসেন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সভাপতি উপস্থিত সকলের সঙ্গে “জুলাই জাগরণ” শপথ বাক্য পাঠ করেন, যা সমাজ পরিবর্তনে সম্মিলিত অঙ্গীকারের প্রকাশ ঘটায়।এই অনন্য আয়োজনে গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এম এ আলিম রিপন
সুজানগর পাবনা প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *