July 27, 2025, 4:11 am
এস.এম. সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর উদ্যোগে। শনিবার আবুহুরায়রাহ দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য দলের মনোনীত সম্ভ্যাব্য প্রার্থীরা অংশ গ্রহন করেন। এর মধ্যে ১৬টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, মেম্বর প্রার্থী ও সংরক্ষিত আসনের নারী প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিতরা ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নেতা মাস্টার শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলমীর আমীর মাওলানা রেজাউল ইসলাম, বাগেরহাট-৩ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয়ভিত্তিক আলোচনা করেন জেলা সেক্রেটারী শেখ মো. ইউনুস, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান ও সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান।