July 26, 2025, 11:49 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর রাড়ুলী দস্যুতা মামলার ১৬৪ ধারা জবানবন্দিতে প্রাপ্ত আসামি আরমান মোড়লকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই ২০২৫) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় রাড়ুলী পুলিশ ক্যাম্পের আইসি খায়রুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাড়ুলী ইউনিয়নের বাঁকার বাঁক গ্রামের মোঃ আবু বকর সিদ্দিক এর ছেলে আরমান মোড়ল(২৬), কে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানায় হেফাজতে নেয় হয়।
আরমান এর বিরুদ্ধে পাইকগাছা থানায় দায়েরকৃত মামলা নং ০৯, তারিখ ১৬/০৬/২০২৫, ধারা ৫০৬/৩৪১/৩৯৪ পেনাল কোড অনুযায়ী দস্যুতা মামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে।
এছাড়া, তিনি একটি মুলতবি গণধর্ষণ মামলায় এজাহারনামীয় ২ নম্বর আসামি। পাশাপাশি হত্যা এবং অন্যান্য একাধিক গুরুতর মামলারও আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ায় দ্রুত আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ইমদাদুল হক
পাইকগাছা খুলনা।