চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রা-সী হা-মলা , গাড়ী ভাংচু-র ও প্রাণ না-শের চেষ্টা

কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম মজুমদারের উপর সন্ত্রাসী হামলা ও গাড়ী ভাঙ্গচুরের ঘটনা ঘটে।

এই নিয়ে গতকাল রাতে আবুল কালাম মজুমদার চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগ সূত্রে জানা যায় ঘটনা, চৌদ্দগ্রাম বিজয়করা শাহাজান মার্কেট নামক স্থানে রাতের অন্ধকারে
কয়েকজন সন্ত্রাসী এসে গাড়ির গতিরোধ করে এরমধ্যে সন্ত্রাসী জাকারিয়া রাসেল লাঠিশোটা দিয়ে গাড়ি ভাংচুর করেন এবং আতংক সৃষ্টি করেন। এবং জোর চিৎকার দিয়ে বলে প্রাণে শেষ করে দিবে।

পরবর্তী তে রকি চৌধুরী নামে এক সন্ত্রাসী সাংবাদিক আবুল কালাম মজুমদার কে টেনে ব্যবহারকৃত ট্রেচারে দিয়ে মারধর করেন। এসময় ট্রেচার বিহীন হয়ে পড়লে সাংবাদিক আবুল কালাম মজুমদার মাটিতে লুটিয়ে পড়ে।
সূত্রে আরো জানা যায় অভিযোগকারী সাংবাদিক আবুল কালাম মজুমদার গত ২০২২ সালের ৩১শে ডিসেম্বর ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়ে আহত হয়ে ঢাকা পংগু হাসপাতালে অপারেশন করে চিকিৎসাধীন তিনি।
যিনি বর্তমান স্বাভাবিক চলাচলে অক্ষম, হাঁটা-চলা করতে ট্রেচারে সহায়তা নিতে হয়। বর্তমানে সাংবাদিক আবুল কালাম মজুমদারের হিপ জয়েন্ট প্রতিস্থাপন করতে হবে।

৩নং অভিযুক্ত আসামী জাহাঙ্গীর হোসেন তার মদদেই ঘটনা ঘটে।
অভিযোগকারী সাংবাদিকতার শুরু থেকে বিভিন্ন অপরাধ অপকর্ম, চাঁদাবাজি, মব, চোরাচালান, মাদকের বিরুদ্ধে কাজ করে আসছেন এসব কারণে অনেক দিন থেকে আলোচনায়।

দেখা যায় বিভিন্ন সময় সোস্যাল মিডিয়া ফেসবুকে অভিযুক্ত ব্যাক্তিদের সাথে তর্ক বির্তক চলে আসছে।

এইদিন রাতে সোস্যাল মিডিয়া ফেসবুকে অভিযুক্তরা যৌথ ভাবে ভিডিও টি ফেসবুকে পোস্ট করলে সারা বাংলাদেশে এটা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রচারিত ভিডিও তে ১নং অভিযুক্ত জাকারিয়া রাসেলের স্পষ্ট বক্তব্য বলে স্থানীয় সূত্রে জানা যায়। কাউকে জিম্মি করে বক্তব্য দিতে বাধ্য করে সোস্যাল মিডিয়া প্রচার যাহা ডিজিটাল নিরাপদ আইন বা সাইবার ক্রাইম আইনের পরিপন্থী। এলাকাবাসীর সাথে আলোচনা করে জানা যায় এই ঘটনার আগে নোয়াগ্রাম, গাংরা, পদুয়া থেকে কিছু ভাড়াটিয়া মাস্তান প্রকৃতির লোকের মাগরিবের পর থেকে আনাগোনা দেখা গিয়েছে।

এই নিয়ে মামলার বাদী আবুল কালাম মজুমদার বলেন এরা দীর্ঘদিন থেকে আমাকে সোস্যাল মিডিয়া ফেসবুকে আক্রমণ করে আচরণ করে আসছেন। প্রয়োজনে নিয়মিত এজাহার করতে বাধ্য হব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *