July 26, 2025, 5:33 am
এলামুল হক,রাজারহাট প্রতিনিধি।
রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত মাংস বিক্রেতাগণ এর অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন বাজারে মাংস বিক্রেতা অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান।উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: রহমত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আব্দুল লতিফ, রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত।এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: সাইফুন্নাহার সাথী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আসাদুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী প্রমুখ।