July 26, 2025, 8:11 am
রামগড় প্রতিনিধি ।।।
খাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এঘটনা ঘটে। নিহত আনাস বাটনাতলীর বাসিন্দা আবু আহম্মেদের একমাত্র পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশু আনাসের মা আনাসকে বাড়ির উঠানে রেখে গৃহস্থালির কাজ করছিল। এমন সময় সকলের আড়ালে হটাৎ আনাস পানিভর্তি বালতিতে পড়ে ডুবে যায়, যা তার মা ও অন্যান্যরা খেয়াল করেনি। কিছুক্ষণ পর তাকে দেখতে পেয়ে বালতি থেকে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।