July 26, 2025, 11:41 am
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
আজ শুক্রবার নলছিটি উপজেলার বিভিন্ন অঞ্চল পানি বন্যায় প্লাবিত হয়েছে। এ সময় গবাদি পশুর সহ অনেকেই নিরাপদ স্থানে ছুটে গিয়েছেন। বিভিন্ন এলাকায় পানি বন্যায় খাদ্য অভাব দেখা দিলে দেখা দিলে নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি তাৎক্ষণিক ত্রাণ নিয়ে ছুটে যায় বন্যার্তদের মাঝে। বিশেষ করে নলছিটি উপজেলার বিষখালি নদীর পার্শ্ববর্তী রানাপাষা ও মোল্লারহাট ইউনিয়নের রাজা বাড়িয়া এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়। স্থানীয়রা জানিয়েছেন বন্যার পানিতে আমরা যখন দিশেহারা আমাদের প্রায় লোকের ঘরের ভাত রান্না করার চুলা পানিতে ডুবে গিয়েছে। সময় মত যদি আমরা এই শুকনো খাবার গুলো না পেতাম তাহলে হয়তো বউ-বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হতো। এক বৃদ্ধ জানায়, এভাবে যদি সাইদুল ইসলাম রনি ভাইয়ের মত প্রতিটা নেতায় খেয়াল রাখত এবং সাথে সাথে আমাদের মাঝে আসতো তাহলে হয়তো এই দুঃখ কষ্ট থাকত না। এবং দোয়া করেন বলেন আল্লাহ তাকে দীর্ঘ আয়ু দান করেন।