জয়পুরহাটে সেনা সদস্য পরিচয়ে বিয়ে করতে এসে বর ঘটক আ-টক

স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

জয়পুরহাটের ক্ষেতলালে ভুয়া সেনা সদস্য বর ছদরুল ইসলাম (৪১) প্রতারণা করে বিয়ে করতে এসে ঘটক আব্দুর রহিমসহ (৫৫) দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার পাঠানপাড়া হোপ গ্রামে এ ঘটনা ঘটেছে। আটক ছদরুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিশপুকুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং ঘটক আব্দুর রহিম জালাল উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামে ভুয়া ওই সেনা সদস্য ঘটককে সাথে নিয়ে বিয়ে করতে আসে। এসময় বরের কথাবার্তায় কনের পরিবারের লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে এলাকাবাসীরা বরের খোঁজ খবর নিয়ে জানতে পারে বর ছদরুল ইসলাম একজন বিবাহিত ও সেনা বাহিনীতে চাকুরি করে না। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা ভুযা সেনা সদস্য ছদরুল ও ঘটক আব্দুর রহিমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তিনি সেনা সদস্য পরিচয়ে একাধিক বিয়ে করে অর্থ হাতিয়ে নেয়া তার কৌশল ছিল। জানা গেছে, এর আগে জয়পুরহাটের পাচবিবি উপজেলার ছাতিনআলী গ্রামে এবং কালাই উপজেলার শাইলগুন গ্রামেও তার প্রতারণার শিকার হয়েছে একাধিক পরিবার।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, সেনা সদস্য পরিচয়ে প্রতারণা করে বিয়ে করতে এসে জনতার হাতে ঘটকসহ দুজন আটক হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণের অভিযোগে মামলা করা হয়েছে। দীর্ঘদিন ধরে সেনা সদস্য পরিচয়ে বিয়ে ও অর্থ আত্মসাতের মাধ্যমে প্রতারণা করেছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *