July 25, 2025, 11:12 pm
শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিনিধিঃ
সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ ১৫টি সূচকে এগিয়ে থেকে দেশের সেরা সিটি কর্পোরেশনের স্বীকৃতি পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে শীর্ষস্থান অর্জন করে চসিক।
এই অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত “সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০-২০৩০” বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভা এবং “সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি (C4C-2)” প্রকল্পের জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির সভায় এ পুরস্কার প্রদান করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের মূল্যায়নে ১৫টি সূচকের ভিত্তিতে সিটি গভর্ন্যান্স কার্যক্রম মূল্যায়ন করা হয়। চলতি বছরের ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই মূল্যায়নে চসিক প্রথম স্থান অর্জন করে, যা ধারাবাহিক উন্নয়ন ও সুশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“এই স্বীকৃতি চট্টগ্রামবাসীর। নগরবাসীর আস্থা, কর্মকর্তাদের পরিশ্রম এবং সম্মিলিত টিমওয়ার্কের ফলেই আজ এই অর্জন সম্ভব হয়েছে। এই সফলতা নগরবাসীকে উৎসর্গ করছি। ইনশাআল্লাহ চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলা হবে।”
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই অর্জন নগর উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতার নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।