বাবুগঞ্জের অ-নুমোদনহীন টায়ার রি-সাইক্লিং প্লান্টে বিষা-ক্ত গ্যাস নি-র্গমন, পরিবেশ বিপ-র্যয়ের শ-ঙ্কা

বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে গড়ে উঠেছে একটি অনুমোদনহীন টায়ার রিসাইক্লিং প্লান্ট। পুরাতন টায়ার কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থের সহায়তায় পুড়িয়ে কৃত্রিম উপায়ে তেল উৎপাদনের কাজ চলছে সেখানে।

স্থানীয়দের অভিযোগ, এই প্রক্রিয়ায় প্রতিনিয়ত নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া ও কার্বন গ্যাস, যা আশপাশের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। ধোঁয়ার গন্ধ ও বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিক পদার্থে শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া ও মাথাব্যথার মতো শারীরিক সমস্যায় ভুগছেন।

এলাকাবাসী জানিয়েছেন, কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র বা সরকারি অনুমোদন ছাড়াই এ প্লান্টটি পরিচালিত হচ্ছে। প্রশাসনের নিকট বারবার অভিযোগ জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান তারা।

পরিবেশবাদীরা এ ধরনের কার্যক্রমকে জনস্বাস্থ্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *