এম এ আলিম রিপন,সুজানগর :পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে অভিযান চালিয়ে ১০০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। ২৪ জুলাই (বৃহস্পতিবার) বদনপুর, জোড়পুকুরিয়া, বিলবন্ধনখালি সহ গাজনার বিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জব্দকৃত ৮০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা। মেবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব সংকটের অন্যতম কারণ এই চায়না দুয়ারি জাল। জলজ পরিবেশের বাস্তুসংস্থানের জন্য মারাত্নক ক্ষতিকর অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।
Leave a Reply