কুমিল্লায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিলেন মহানগর শিবির

কুমিল্লা জেলা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

কুমিল্লা মহানগরীর বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল সমমান থেকে এসএসসি-২৫ সালের অনুষ্ঠিত জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মহানগর শিবিরের পক্ষ থেকে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর কমিটির আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে ৮৫০ জন এসএসসি সমমান জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে দ্বীনের কাজ করার জন্য, দ্বীন কায়েমের মধ্য দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত হবে। ইসলামী ছাত্র শিবির সৎ, দেশ প্রেমিক হিসেবে জাতিকে গড়ে তোলে পৃথিবীতে বিস্তৃার ছড়াবে। ৭১ সালে আমরা স্বাধীনতা ফিরে পাইনি, চব্বিশ এর গণঅভ্যুত্থানে ছাত্রদের বিপ্লবের মাধ্যমে আমাদের অধিকার ফিরে পেয়েছি। ২৪’এর ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়েছে, আমরা ফিরে পেয়েছি একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কঠোর ভাবে দমন করা হবে। টেন্ডার বাণিজ্য, সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা তোলা এ দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, বরুড়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান হেলাল, মহানগরী ছাত্র শিবির সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত, অফিস সম্পাদক আব্দুল্লাহ খান, প্রকাশনা সম্পাদক আল মামুন, মহানগর জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারী কামরুজ্জামান সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *