July 23, 2025, 10:33 pm
কে এম শহীদুল সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা পর্যায়ে হারপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা আহ্ছানিয়া মিশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে এডিএইচ (Aktion Deutschland Hilft) জার্মান এর অর্থায়নে, ১ জুন ২০২৫ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সদর উপজেলার জয়শ্রী, ধর্মপাশা সদর ও সেলবরষ ইউনিয়ন এবং তাহিরপুর উপজেলার উত্তর বড়দল, উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে Haor Resilience and Preparedness Initiatives (HaRPI) Project বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় ২৩জুলাই রোজ বুধবার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক অবহিতকরণ সভা অনুষ্টিত হয় । প্রকল্পটি ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার ঝুঁকিপূর্ণ গ্রামবাসীর দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১ জুন ২০২৫ সাল হতে নভেম্বর ২০২৬ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমনটিই আলোচনা করা হয়। ২৩ জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইখতিয়ার আলমের সঞ্চালনায় ও ঢাকা আহ্ছানিয়া মিশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ সাজেদুল কাইয়ুম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ডিভিশন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার কাজল এ ড্রং প্রমূখ।সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম , যুগ্ম পরিচালক ঢাকা ,মো: জাহাঙ্গীর আলম, ছানোয়ার হোসেন খান পাঠান প্রমুখ।